Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Future Plan
Details

ভবিষ্যৎ পরিকল্পনা 

১. রেকর্ডরুমের আধুনিকায়ন রেকর্ডরুম আধুনিকায়ন ও রেকর্ডরুম ব্যবস্থাপনার জন্য সামগ্রীকভাবে (এক্সএল সীট) ডাটাবেজ তৈরীর কাজ চলমান।

২. ডিএলএমএস প্রকল্পের যথাযথ ব্যবহার ডিএলএমএস প্রকল্পের মাধ্যমে ভূমি অফিসের সকল প্রকার সেবা অনলাইনে আবেদন গ্রহণ/প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

৩. আধুনকি সেবাঙ্গন ও গোলঘর তরৈী জনগনের দোরগোড়ায় সেবা প্রদানের লক্ষ্যে একটি সেবাঙ্গণ ও একটি গোলঘর তৈরী করার কার্যক্রম চলমান রয়েছে। যা খুব দ্রুতই সম্পন্ন করা হবে।

৪. ওয়ানষ্টপ সেবা চালু করণ সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে উপজেলা ভূমি অফিসের ওয়ানষ্টপ সেবা চালু করা হবে।

৫. নতুন রেকর্ডরুম নির্মাণ ভূমি অফিসের সকল নথি যথাযথভাবে সংরক্ষণের জন্য নতুনভাবে রেকর্ডরুম-৪ তৈরী করা হবে।

৬. খাস জমি বন্দোবস্তের ডাটাবেজ বন্দোবস্তকৃত খাস জমির ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৭. ভূমিহীন পরিবারের ডাটাবেজ ভূমিহীন পরিবারের ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৮. লীজকৃত অর্পিত সম্পত্তির ডাটাবেজ লীজকৃত অর্পিত সম্পত্তির নথিসমূহ সফ্টকপি এবং ডাটাবেজ তৈরি কার্যক্রম চলমান রয়েছে। 

9. ডজিটিালাইজশেনরে মাধ্যমে হাট-বাজাররে চান্দনিা ভটিরি লীজ প্রদান সহজীকরণ ডিজিটালাইজেশন এর মাধ্যমে কালিয়াকৈর উপজেলার সকল হাট- বাজারের চান্দিনা ভিটির লীজপ্রদান সহজীকরণ এর জন্য কাজ করা হচ্ছে। যা প্রক্রীয়াধীন।

১০. অনলাইন সেবা অফিসের সকল তথ্য ইমেইল এর মাধ্যমে তথ্য আদান প্রদান এবং সেবাপ্রার্থীদের ফেসবুকের মাধ্যমে সেবার তথ্য প্রদান করা।

 

Attachment